ফরিদপুরের ভাঙ্গায় ইউএনও এবং উপ.চেয়ারম্যানের সাথে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন   |   সারাদেশ



নাজিম বকাউল (ফরিদপুর) : 

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ওয়ালিউর রহমান উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন এবং উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।   বুধবার ( ৭ ডিসেম্বর)   নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান তার কর্মী-সমর্থকদের নিয়ে স্ব স্ব কর্মকর্তাদের সাথে এ সৌজন্য সাক্ষাত করেন। এ সময়  ফুলের তোড়া দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় এ তরুন ইউপি চেয়ারম্যান জনগনের ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং তাদের নিকট থেকে দিক-নির্দেশনা প্রার্থনা করেন। নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান জনগনের প্রতিনিধি হিসেবে দুস্থ,হতদরিদ্রদের জন্য সরকারের নেয়া কর্মসূচীকে এগিয়ে নিতে দেশ ও জনগনের উন্নয়নে কাজ করার আহবান জানান।