রূপসায় নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মোশারেফ হোসেন (রূপসা) :  রূপসায় নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয় নিয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসনের সাথে সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে গত ৬ ডিসেম্বর দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। অনুষ্ঠানে স্বগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জাামান, ডিএফ, ইএএলজি প্রজেক্ট, ইউএনডিপি খুলনা কর্মকর্তা মো. ইকবাল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, ইউপি সদস্যা ও নারী উদোক্তা আকলিমা খাতুন তুলি, নারী উদোক্তা আবেদা খানম ও গোলাপী খাতুন, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষক সুমা রানী কর্মকার, ফুড প্রসেসিং প্রশিক্ষক ফালগুনী রায়, রুপসা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এম মুরশীদ আলী, সাংবাদিক চিত্তরঞ্চন সেন প্রমুখ। সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে গত ৫ ডিসেম্বর সকালে নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয় নিয়ে উপজেলা পরিষদ এবং প্রশাসনের এক র‌্যালী অনুষ্ঠিত হয়।