শ্রীমঙ্গলে ইজিবাইক আরোহীর ছুরিকাঘাতে চালক আহত

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন   |   সারাদেশ



এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) :  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইজিবাইক আরোহীর ছুরিকাঘাতে চালক কামরুল মিয়া (২৫) আহত হয়েছেন। আটক দুই আরোহীর বিরুদ্ধে মামলা।  সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কালিঘাট রোডস্থ টমটম স্ট্যান্ডে এঘটনা ঘটে। এবং ঘটনাস্থল থেকে রাতেই পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আটক দানিয়েল বৈরাগী হিমেল (২২) ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর থানার মিশন হাউজ, মিশন হসপিটাল (কাউতলী রোড) এলাকার হিরোলাল বৈরাগীর ছেলে। এবং সরকার তানজিলা আহমেদ (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার ১২৬ আনার কলি রোডের সরকার জাকারিয়া আহমেদের মেয়ে। উভয়ই বর্তমানে শ্রীমঙ্গল শহরের সোনা মিয়া রোড (গদার বাজার) এলাকার দুলু হাজীর বাসার ভাড়াটিয়া।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানায়, ফুলছড়া চা বাগানের কাটাবট নামক স্থান থেকে শ্রীমঙ্গল শহরে আসার জন্য ইজিবাইকে ঐ (ছেলে-মেয়ে) দুই আরোহী ওঠেন। কালিঘাট রোডস্থ ইজিবাইক স্ট্যান্ড এর সামনে আসার পর ভাড়া নিয়ে ইজিবাইক আরোহীদের সাথে চালকের কথা কাটাকাটি ও দস্তাদস্তির হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সাথে থাকা নারী আরোহী ব্যাগ থেকে ছুরি বের করে তার পুরুষ সঙ্গীকে দিলে সে, তার ছুরি দিয়ে চালককে ছুরিকাঘাত করে। এসময় সাথে সাথে চালক মাটিতে লুটিয়ে পরে। তখন ঘটনাস্থলে থাকা চালকরা তাদেরকে আটকিয়ে পুলিশে দেয়। আরো জানান, আহত চালকের অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট রেফার করে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, চালকের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির  এক পর্যায়ে টমটম আরোহীরা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে সময় চালক গালিগালাজ করতে নিষেধ করলে আরোহীরা ক্ষিপ্ত হয়ে সাথে থাকা ব্যাগ হতে একটি ধারালো ছুড়ি বের করে চালকের মাথায় আঘাত করতে চাইলে, কিছুট সরে গেলে উক্ত ছুরির আঘাত বাম কাধে লেগে গুরুতর জখম হয়।

এবিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজন (ছেলে-মেয়ে) টমটম আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এবং এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে।