শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ২

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৯:৪৩ অপরাহ্ন   |   সারাদেশ



শাহরিয়ার মিল্টন (শেরপুর)  :  এক মানষিক ভারসাম্যহীন  নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
রবিবার (৫ ডিসেম্বর) রাত ১১টার দি‌কে শেরপুর সদর উপ‌জেলার মোকসেদপুর খোলা মাঠে এ ঘটনা ঘ‌টে। আটককৃতরা হলেন  চরমুচারিয়া ইউনিয়নের মাছপাড়ার দুলাল মিয়ার ছেলে হকার ফকির ও পাকুড়িয়া ইউনিয়নের বরাটিয়ার ফেকা মিয়ার ছেলে আচার বিক্রেতা হামেদ।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে অজ্ঞাত এক মানষিক  ভারসাম্যহীন  নারী শেরপুর সদর উপজেলার মোকসেদপুর নন্দীর বাজারে ঘোরাফেরা করে আসছিল।  রবিবার রাত ১১ টার সময় ওই  নারীকে  জোরপূর্বক ধরে মোকসেদপুর খোলা মাঠে নিয়ে ফকির, আলম, জুয়েল ফকির ও হামেদ ধর্ষণ করতে থাকে। এ সময়  ওই  নারীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ফকির ও হামেদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।   পালিয়ে যায় নন্দীর পাড়ার জুয়েল ফকির ও পুরান পাড়ার আলম । স্থানীয় বা‌সিন্দা আব্দুল মজিদ ব‌লেন, আমরা এমন নেক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ ব‌্যাপা‌রে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বন্দে আলী মিয়া ব‌লেন, এ ঘটনার ভিকটিম অজ্ঞাত মানষিক ভারসাম্যহীন। সে কোন কথাই বলতে পারছে না। তাই ঘটনাটি কতদূর ঘটেছে তা বোঝা যাচ্ছেনা। এ বিষয়ে আলাপ আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।