রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষে অবহিতকরণ কর্মশালা

খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী) : "মুজিব বর্ষে শপথ নেবো জাটকা নয় ইলিশ খাবো" এই স্লোগানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ডিসেম্বর রবিবার দুপুরে অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস এর আয়োজিত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগীয় উপপরিচালক মোঃ জিল্লর রহমান।।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জিয়া হায়দার চৌধুরী প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখপন রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজিব।
উক্ত কর্মশালায়, ৫উপজেলার নির্বাহী অফিসার, মৎস্য বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এনজিও কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, মৎস্যজীবিসহ অনেকেই উপস্থিত ছিলেন।