সদরপুরে ট্রাক্টর উল্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

জাকির হোসেন (ফরিদপুর ) :
ফরিদপুরের সদরপুরে ট্রাক্টর উল্টে খাদে পড়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মেছের ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, চরনাছিরপুর ইউনিয়নের বাদশা কান্দি গ্রামের মোফাজ্জল বাদশা (৪০) ও তার ছেলে জাহিদুল ইসলাম (১৩) মেছের ডাঙ্গী গ্রাম থেকে জমি চাষ করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটর রাস্তার পাশের খাদের পানির মধ্যে পড়ে যায়। এলাকাবাসী বাবা-ছেলেকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা করেন। তাদের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার শোকের মাতাম বইছে।