ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ




নাজিম বকাউল (ফরিদপুর) : 

আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিন ব্যাপী  দেশব্যাপী  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ উপলক্ষে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার ( ৫ ডিসেম্বর)  ফরিদপুর সদর হাসপাতালের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দিকুর রহমান।

 সভা থেকে জানানো হয়, ফরিদপুর জেলায় এ বছর ৯টি উপজেলার ৮২টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের ১ লাখ নীল রংয়ের আইইউ এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ লাল রংয়ের আইইউ খাওয়ানো হবে। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার শামীমা নাসরিন। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় জেলায় কর্মরত  ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।