কেউ সন্ত্রাসীমূলক কাজ করবে এটা আমি হতে দিব না- লাবু চৌধুরী

জাকির হোসেন (ফরিদপুর) :
ফরিদপুরের সালথায় নির্বাচনী পরবর্তী কর্মীসভায় সংসদ উপনেতার প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু তার বক্তব্যে বলেন, কেউ সন্ত্রাসীমূলক কাজ করবে এটা আমি হতে দিব না।
শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রসুলপুরস্থ নিজ বাড়ীতে সালথা-নগরকান্দার নেতা কর্মীদের সমন্বয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কোনো বিবেধ চাই না। এলাকায় শান্তি রক্ষা করতে পারি এটা আমাদের প্রধান কর্তব্য। অনেকে বলেছে লাবু চৌধুরী এসে আমাদের বহিষ্কার করেছে, আমি কাউকে বহিষ্কার করিনি। কেন্দ্র থেকে নির্দেশনা এসেছিল তারই পরিক্ষিতে উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা দায়িত্ব পালন করেছে মাত্র। দায়িত্ব পালন করে কেন্দ্রকে জানিয়েছেন। পরবর্তীতে ভবিষ্যতে কি হবে না হবে কেন্দ্র জানাবে। এ সময় তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কথা বলেন। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মী একত্রে কাজ করে সকল অপশক্তিকে রুখে দিব। এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন।
এসময় সালথা-নগরকান্দার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও মহিলা সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার প্রতিনিধি ও বিশিষ্ট কৃষি গবেষক শাহাদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ নগরকান্দা-সালথার আওয়ামী লীগ, সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।