এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত ও নতুন কমিটি গঠন

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ


শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) :    এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠিত এবং এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়ে। মঙ্গলবার  রাতে সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ নর্থ টাউন হোটেল আনন্দঘন পরিবেশে জাঁকজমক ও স্বতঃস্ফুর্ত ভাবে -ওই বার্ষিক সাধারন সভা অনু্ষ্ঠানে – প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।  সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ রায়হান কবীর মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ  প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসহাক আলী, এপেক্স ক্লাব অব নাটোরের ডিষ্ট্রিক নাইনের ডিজি ইলেক্টেড এপেক্সয়িান মোঃ তাজুল ইসলাম, পাস্ট ডিষ্ট্রিক গর্ভণর এপেক্সিয়ান অ্যাডঃ আব্বাস আলী, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান হেলাল আহমেদ, এপেক্স ক্লাব অব বগুড়া’র পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ শফিকুল ইসলাম, ফাউন্ডার আনোয়ারুল ইসলাম বাচ্চু প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সেক্রেটারি এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান। প্রতিবেদন উপস্থাপন করেন, এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান মোঃ আল- আমীন তালুকদার ও জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ ফরিদুল হক, এপেক্সিয়ান মাকসুদা খাতুন, এপেক্সিয়ান এ,এইচ এম মহিবুল্লাহ মুহিব, এপেক্সিয়ান মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা । অনু্ষ্ঠানে সর্বসম্মতক্রমে- এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের একবছর মেয়াদি কমিটি গঠন করা হয়। এতে- প্রেসিডেন্ট এপেক্সিয়ান এ, এইচ, এম মহিবুল্লাহ মুহিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফরিদুল হক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ফুলাদ হায়দার খান, সেক্টেটারী এন্ড ডিএনই এপেক্সিয়ান আল- আমীন তালুকদার, আই পিপি এন্ড ডিরেক্টর এপেক্সিয়ান রায়হান কবীর মিঠু, ট্রেজারার এপেক্সিয়ান আনছার আলী , সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুস ছালাম, মেম্বারশীপ এন্ড এ্যাটেন্ড ডিরেক্টর এপেক্সিয়ান কামরুল হাসান সুইট, ফিলোশীপ এন্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান আনোয়ার হোসেন, পাবলিক স্পিকিং এন্ড ডেপেটিং ডিরেক্টর এপেক্সিয়ান এনামূল কবীর ও সার্জেন্ট এ্যান্ড আর্মস এপেক্সিয়ান কোরবান আলী। অনু্ষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা সহ ডিনার করা হয়।