শেরপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহের উদ্বোধন

শাহরিয়ার মিল্টন (শেরপুর) : অভ্যন্তরীন আমন সংগ্রহের উদ্বোধন করা হয়েছে বুধবার ( ১ ডিসেম্বর ) সকালে শেরপুর খাদ্য গোদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভ্যন্তরীন আমন সংগ্রহের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম পি। এসময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহি অফিসার মেহেনাজ ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা এফ এম রাহাতুল ইসলাম,জেলা চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রৌশন কবীর, শিল্পপতি সাদুজ্জামান সাদীসহ শেরপুরে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবছর শেরপুর জেলায় ৮১০২ মেঃটন চাল এবং ৮৪৫ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।