মোংলায় কবি-গবেষক ড. হিমেল বরকতের স্বরনানুষ্ঠান অনুষ্ঠিত

আলী আজীম (মোংলা , বাগেরহাট):
কবি ও গীতিকার রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর কনিষ্ঠ সহোধর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কবি-গবেষক ড. হিমেল বরকত এর প্রথম স্মরণ সভা উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা ও রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী এর উদ্যোগে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকাল ৫ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে এক স্বরনানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।
এসময় আরও বক্তব্য রাখেন মোংলা মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, রুদ্র স্বৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, কলতান শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জেমস সরৎ কর্মকার, দখিন হাওয়া সাহিত্য পরিষদের সভাপতি আফরোজা হিরা। জানে আলম বাবু। এসময় গান উপস্থাপন করেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার রায় , কবিতা আবৃত্তি করেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া তাসনিম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলার আহŸায়ক নূর আলম শেখের আয়োজনে ও গীতিকার আল মামুন এর উপস্থাপনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।