ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১১:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ


নাজিম বকাউল (ফরিদপুর) : 
ফরিদপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃ শর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার ( ৩০শে নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে বৃহত্তর ফরিদপুরের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত হোন ।  উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা জয়নাল আবেদিন , কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবাবেদ, খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক চৌধুরী নায়েবা ইউসুফ সহ ফরিদপুর জেলা বিএনপি , যুবদল, ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  কেন্দ্রীয় নেতারা দ্রুত বেগম খালেদা জিয়ার নিঃ শর্ত মুক্তির ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানান এবং বক্তারা আরো বলেন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সু - চিকিৎসার সুযোগ না দিলে অচিরেই কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।শুধু সমাবেশ করলেই হবে না হরতালের মত কর্মসূচি দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে হবে।