মুকসুদপুরে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

সরদার মজিবুর রহমান ( গোপালগঞ্জ ):
গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসব মুখর পরিবেশে ইউপি নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের ১৪৪ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু করেছে নির্বাচন কমিশন।, ভোটারের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।
নির্বাচনে ১৬ ইউনিয়নে ৮ জন রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১৪৪ জন, সহকারী রির্টানিং অফিসার ৬৫৯ জন, পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছেন ১৩১৮ জন।
অনুষ্ঠিতত্ব ৩য় ধাপের নির্বাচনে মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৮জন। সংরক্ষিত সদস্য (মহিলা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮১ জন। সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪শ’ ৭৯ জন সাধারণ সদস্য প্রার্থী।
আওয়ামী লীগ মনোনীত ১ জন নারী প্রার্থী ছাড়াও স্বতন্ত্র ৭ জন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে রাজনৈতিক দলের মধ্যে ১৬ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এবং ৭ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী এবং স্বতন্ত্র ৭৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মুকসুদপুরে ৩য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অবাধ সুষ্ঠভাবে ভোট গ্রহনের নিমিত্তে আইনসৃংখলা বাহিনী যাবতীয় প্রস্তুতি সম্পুন্ন করেছে। আইনসৃংখলা বাহীনি ভোট গ্রহনের যাবতীয় সরঞ্জাম গ্রহন করে প্রিজাইডিং অফিসারের সাথে যার যার কেন্দ্রে পৌছে যাচ্ছে। নির্বাচনে প্রায় ১ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, র্যাব থাকবে, ৩ প্ল্যাটুন বিজিবি মোতায়েন থাকবে, আনসার সদস্য থাকবে দুই হাজার পাঁচশ জন এবং পুলিশের মোবাইল টিম থাকবে ১৬ ইউনিয়নের জন্য ১৬টি দল ও ৮ টি ষ্ট্রাইকিং ফোর্স দল থাকবে সর্বক্ষন।