মাধবপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার -১

রিংকু দেবনাথ (মাধবপুর, হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে শুক্রবার (২৬ নভেম্বর) ভোর বেলা অভিযুক্ত ঐ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাযায়, বৃহস্পতিবার সকল ১১ টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের মৃত মালি হোসেন ছেলে মোঃ হেলাল মিয়া (৫০) একই গ্রামেরই রিক্সা চালক মোঃ অলী মিয়া'র বসত ঘরে ঢুকে তার ১১ বছরের শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে শিশুটির মা ও প্রতিবেশীরা ছুটে আসলে হেলাল মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত হেলাল মিয়া'কে গ্রেপ্তার করা হয়েছে।