সালথায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাকির হোসে (ফরিদপুর) :
লঙ্ঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার এই শ্লোগান কে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় সালথা উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পারষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সালথা বাজার বণিক সমিতির সভাপতি ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কনজুমার এসোসিয়েশন (ক্যাব) এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ টুটুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ-২০০৯ আইন নিয়ে আলোচনা করেন এবং তা প্রোয়েগের কথা বলেন। একজন ভোক্তা চাইলে প্রতারিত হওয়ার ৩০ দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ করতে পারেন, দায়েরকৃত অভিযোগ প্রমানিত ও জরিমানা আরোপ করা হলে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগ কারিকে প্রদান করা হবে বলে আলোচনা করা হয়।