সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে ভাতা প্রাপ্ত অনুমোদিত ব্যক্তির কাছ থেকে ছবিসহ সকল কাগজপত্র সংগ্রহ

এনামুল হাসান নাইম (কেশবপুর ) : যশোর কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ নারীদের ভাতাসহ অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র বানানোর জন্য এক হাজারের অধিক ব্যক্তির কাছ থেকে ছবিসহ সকল কাগজপত্র সংগ্রহর অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মো: মাষ্টার জনাব আলী সরদার সভাপতিত্বে সাংবাদিক শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।
কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতি ১০০ টাকা হারে ১৯৯৭-৯৮ অর্থবছরে প্রথম এই ভাতা প্রদান শুরু করেন। বর্তমান সরকারই পর্যায়ক্রমে ২০১৬-২০১৭ অর্থবছরে জনপ্রতি ভাতা ৫০০ টাকায় উন্নীত করেন। প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে ভাতা পান। ইতোপূর্বে পাইলট প্রকল্পে ভাতাভোগীদের মধ্যে জিটুপি-র মাধমে ভাতা বিতরন করা হয়েছে। ভাতা বিতরণ এর পাইলট কার্যক্রমে বাংলাদেশের সর্ববৃহৎ এমএফএস প্রতিষ্ঠান বিকাশ সবচেয়ে সফলতার সাথে ভাতা বিতরণ সম্পন্ন করে।
এবং তিনি আসন্ন ২নং সাগরদাঁড়ী ইউপি নির্বাচনকে সামনে রেখে, সকল ভোটারদের কাছে নিজের জন্য ভোট ও দোয়া চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান সহ প্রমুখ।