ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৫:২৩ পূর্বাহ্ন   |   সারাদেশ



মো:নয়ন দেওয়ান (গজারিয়া, মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  রাস্তা পারাপারের সময় বাস চাপায় মো. মাহিন (১২) নামের এক স্কুল  ছাত্র নিহত হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাস ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাহিন উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মোঃ ইব্রাহীম মিয়ার ছেলে। আনারপুরা সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মো. মাহিন রাস্তা পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী চট্টগ্রামমুখী রয়েল কোচ পরিবহন নামে একটি যাত্রী বুজাই বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মো. মাহিন নিহত হয়।

পরে স্থানীয়রা মো. মাহিন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজালাল বাবুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি (ঢাকা মেট্টো-ব-১৪-৭০১৬) আটক করা হয়েছে।