সিরাজগঞ্জের কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কামারখন্দে সালমা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বড়ধূল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সালমা খাতুন ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী। স্থানীয়রা জানান, সালমার লাশ নিজ ঘরে একটি ওড়নার মাধ্যমে ধরনার সঙ্গে ঝুলে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই মৃত্যু হয়েছে। কামারখন্দ থানার এসআই জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিজ ঘরে গৃহবধূ সালমা খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলার দায়ের করা হয়েছে ।