শেরপুরে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু

শাহরিয়ার মিল্টন (শেরপুর) : শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে শেরপুরে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে শেরপুর শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টীকা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডা. আনোয়ারুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া
প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শেরপুর মডেল কলেজের ৪২১ জন শিক্ষার্র্থীকে ফাইজারের টীকা দেয়া হয়।