শেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শাহরিয়ার মিল্টন (শেরপুর) : জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা (অক্টোবর-২০২১) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর ) বিকেলে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় ও গরিব মানুষগুলোও যেন ন্যায়বিচার পায়, সেজন্য তাদেরকে লিগ্যাল এইডের আওতায় সরকারি খরচায় আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। এতে বিনামূল্যে ন্যায়বিচার পাচ্ছেন তারা।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সহকারী জজ মো. রাকিবুল হাসান প্রিন্স। সভায় লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ
উপস্থিত ছিলেন।