সালথায় ভ্রাম্যমান আদালতের অভিযান: অবৈধ ড্রেজার জব্দ ও দোকানিকে জরিমানা

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০১:২৪ পূর্বাহ্ন   |   সারাদেশ


জাকির হোসেন, সালথা (ফরিদপুর): 
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে কুমার নদে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করা কালে দুইটি ড্রেজার মেশিনকে জব্দ ও পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই দোকানিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।
ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় দুইটি ড্রেজার মেশিন জব্দ করে এর প্লাস্টিক পাইপ ধ্বংস ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), ২০০৯ আইন অমান্য করে অবৈধ ড্রেজার দ্বারা বালু উত্তোলন করায় জায়গার মালিক ফুলবাড়িয়া গ্রামের ১। দুলি বেগম, স্বামী- মকিম সর্দার-কে ২ হাজার ও কুলসুম, স্বামী- চান মিয়াকে ২ হাজার মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যাবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ফুলবাড়িয়া বাজারের মেসার্স কামাল ট্রেডার্স, প্রোঃ কামাল হোসেন, পিং- আজহার হোসেনকে ৫ হাজার ও সৌরভ বানিজ্যলয়, প্রোঃ মুকুন্দ পালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাছলিমা আকতার।