রুপসায় বাসের চাপায় আনসার সদস্য ইউসুফ নিহত

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১১:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মোশারেফ হোসেন (রূপসা , খুলনা) : 
খুলনার রূপসা উপজেলার ইলাইপুর আনসার ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস চাপায় ইউসুফ আলী নামে এক আনসার সদস‍্য নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে রূপসা আনসার ক্যাপের সামনে রূপসা-মোংলাগামী যাত্রীবাহী বাস মিথি ক্ল্যাসিক (ঢাকা মেট্রো জ ১১-৩০৯৭) আনসার সদস্য মোঃ ইউনুস আলীকে চাপা দেয়। ইউসুফ ইলাইপুর আনসার ক্যাম্পের সদস্য ছিলেন। তার ব্যাটালিয়ন আনসার সদস্য নং-১৯১২৪১১। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। ঘাতক বাসটি স্থানীয়রা জব্দ করে থানায় সোর্পদ করেছেন। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপসার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন।