ফরিদপুরে পৈত্রিক রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০১:৪৮ পূর্বাহ্ন   |   সারাদেশ





 নাজিম বকাউল (ফরিদপুর) : 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের নিবাসী মরহুম নবুল্লাহ বেপারী মৃত্যুর পূর্বে ৬ সন্তানকে তার ৫১ শতাংশ জমি ভাগ করে দিয়ে যায় ঘর বাড়ি করে বসবাস করার জন্য। তারমধ্যে সামনের অংশের জমিনের অপরপুত্র মানু বেপারী , বাকি ৫ সন্তানরা পিছনের অংশ থেকে জমি নিয়ে ঘরবাড়ি তুলে বসবাস করে আসছে দীর্ঘ বছর ধরে কিন্তু সাম্প্রতি মানু বেপারী পরিবারের অন্যান্য শরীকদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে নতুন করে ঘর তুলেছে । এতে পরিবারের অন্যান্য ভাইয়েরা সহ প্রতিবেশীরা চলাচল করতে পারছে না । রোববার দুপুরে বাড়ির সামনে রাস্তা বন্ধের প্রতিবাদে অন্যান্য শরীকানরা ও এলাকাবাসীরা মানববন্ধন এবং মিছিল করে।   
এই বিষয়ে শরীকানা পরিবারের সদস্য মহিউদ্দিন জানান, আমি আশির দশকে আমাদের শরীকানদের আমার অংশের জমি তাদের দিয়ে ফরিদপুরে গিয়ে বসবাস করি কিন্তু মানু বেপারী আমাকে সহ , আজেম বেপারী , মাসুদ বেপারী , ফরহাদ বেপারী , ধলু বেপারী ও দিপু বেপারী নামে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ফরিদপুরে ৭ ধারায় মামলা দায়ের করে । 
স্থানীয় এলাকাবাসীরা জানান, মানু বেপারী তার পরিবারের সদস্য সহ এলাকার অন্যান্য পরিবারের ঐ রাস্তা দিয়ে আসা যাওয়া বন্ধ করে দিয়েছে এতে প্রায় ২০ টি পরিবারের চলাফেরায় বিঘ্ন ঘটছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।