সাবেক এমপি মমতাজ বেগমের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মো: নয়ন দেওয়ান (গজারিয়া , মুন্সীগঞ্জ) :
মুন্সীগঞ্জ জেলায় গজারিয়া উপজেলায় ইসমানিরচর গ্রামে সাবেক এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়স্থায়ী কমিটির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য,সাবেক মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মমতাজ বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শিক্ষা বিস্তার ও অগ্রগতিতে তার অবদান এবং রুহের মাগফিতার কামনায় আলোচনা ও সভা ও দোয়া মাহফিল করেন। আজ শরিবার সকাল ১১ ঘটিকায় ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলহাজ্ব মমতাজ বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রকৌশলী মামুনুর রশিদ সভাপতিত্ব প্রধান অতিথি অধ্যাপক হিসাবে উপস্ততি ছিলেন ডাঃ মোঃ মাজহারুল হক তপন, সাবেক পরিচালক (বাউবি) হাফিজ আহম্মেদ,বিশেষ অতিথি গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত কর্মকর্তা গজারিয়া থানার (ওসি) রইছ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাওর রহমান নেকি খোকন, হোসেন্দি ইউনিয়ন চেয়ারম্যান পদ পার্থী আক্তার হাজি প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলের শেষে মরহুমার রুহের মাগফিরাত কমনা করে গনভোজ করেন হাজার ও মানুষ।