গাইবান্ধার সদর ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত : আ.লীগ ৩, বিদ্রোহী ৪ ও স্বতন্ত্র ৬ প্রার্থীর জয়

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ০১:০৪ পূর্বাহ্ন   |   সারাদেশ



এরশাদ আলম ( গাইবান্ধা) :  জনগণের আস্থাফিরে এসেছে, গাইবান্ধার সদর ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত, আ.লীগ ৩, বিদ্রোহী ৪ ও স্বতন্ত্র ৬ প্রার্থীর জয় গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ ২০২১ (ইউপি) নির্বাচনে তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী ও ১০টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ এ ফলাফল ঘোষণা করেন।
বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) প্রতিক তার প্রাপ্ত ভোট ৫৪৯৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিক পেয়েছেন ৫০১৬ ভোট। মালিবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোয়েব মো. রাসেল (ঘোড়া) প্রতিক তার প্রাপ্ত ভোট ৫১৩৪, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিক্সা প্রতিক পেয়েছেন ৩৪১৯ ভোট। কুপতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম সরকার (চশমা) প্রতিক তার প্রাপ্ত ভোট ৬০০১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক পেয়েছেন ৪২১৯ ভোট। সাহাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমার সরকার (আনারস) প্রতিক তার প্রাপ্ত ভোট ৫৭৪৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুই পাতা প্রতিক পেয়েছেন ৩৯০৮ ভোট। বল্লমঝাড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. জুলফিকার রহমান (আনারস) প্রতিক তার প্রাপ্ত ভোট ১২,১৮৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক পেয়েছেন ৮৮৯৬ ভোট। রামচন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোসাব্বীর হোসেন (আনারস) প্রতিক তার প্রাপ্ত ভোট ৪৪৯৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিক পেয়েছেন ৪১০৫ ভোট। বাদিয়াখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. সাফায়েতুল হক পাভেল (আনারস) প্রতিক তার প্রাপ্ত ভোট ৭৭৫৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিক পেয়েছেন ৫৬৫৭ ভোট। বোয়ালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম সাবু (চশমা) প্রতিকের প্রাপ্ত ভোট ৭৬১২, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৩৩২৪ ভোট। খোলাহাটী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. মাসুম হক্কানী (ঘোড়া) প্রতিক তার প্রাপ্ত ভোট ৭৫২৮, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিক পেয়েছেন ৫০১১ ভোট। ঘাগোয়া ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. আমিনুর জামান রিংকু (নৌকা) প্রতিক তার প্রাপ্ত ভোট ৭৯০১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক পেয়েছেন ৫৮৩৫ ভোট। গিদারী ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. হারুনুর রশীদ ইদু (নৌকা) প্রতিক তার প্রাপ্ত ভোট ৭৪৭৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৩৮৬৭ ভোট। কামারজানি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. মতিয়ার রহমান (আনারস) প্রতিক তার প্রাপ্ত ভোট ২১৯৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিক পেয়েছেন ১৮৮৮ ভোট এবং মোল্লারচর ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. সাইদুজ্জামান সরকার (নৌকা) প্রতিক তার প্রাপ্ত ভোট ২৮৫৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতিক পেয়েছেন ২৫৫৬ ভোট।
গাইবান্ধার ১৩ ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষতি নারী সদস্য ২শ’ ৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫শ’ ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে এবারে মোট প্রার্থী ছিল ৯শ’ ৮ জন।