নবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৯ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাজনীন শিকদার (দোহার-নবাবগঞ্জ) : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহ¯পতিবার সকাল সাড়ে এগারোটায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে নবাবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন যুবলীগ। সকালে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান অনুষ্ঠান মালার সভাপতিত্ব এবং সাধারণ স¤পাদক মো. নূর আলম সঞ্চালনা করেন।
এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক পনিরুজ্জমান তরুন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, সাবেক সাধারণ স¤পাদক জালাল উদ্দদিন, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, সাইদুর রহমান খান সোহেল, জব্বার ভুইয়া, ইব্রাহিম খলিল, অ্যাড. নান্নু মিয়া, এম.এ বারী বাবুল মোল্লা, ডা. মো. বাবুল হোসেন, মহিলা নেত্রী লাবন্য ভুইয়া, যুবলীগ নেতা রাকিব পত্তনদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।