বাঘায় ২৩ ডিসেম্বর ৩ ইউনিয়নে নির্বাচন চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

হাবিল উদ্দিন (বাঘা, রাজশাহী) : বুধবার(১০ নভেম্বর) সারাদেশে চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর রাজশাহীর বাঘায় আড়ানী,বাউসা ও চকরাজাপুর এই ৩ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী জানা গেছে,নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই ২৯ নভেম্বর,আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর,প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
তিনটি ইউনিয়নের মধ্যে আড়ানী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪ হাজার ৪১৩ ও নারী ৪ হাজার ৪৭১ জন।
বাউসা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩১ ও নারী ১২ হাজার ৪৪ জন। আর চকরাজাপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৯৫৬ ও নারী ৪ হাজার ৭৫৪ জন।