রূপসায় ইউ পি নির্বাচনের প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মত বিনিময় সভা

মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে রূপসা থানা পুলিশের আয়োজনে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা গত ৭ অক্টোবর বিকালে আইচগাতী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) মো: সাজ্জাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আইচগাতী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুজ্জামান বাবুল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মোঃ মারুফ, এমপির প্রধান সমন্বয়ক নোমান ওসমানী রিচি প্রমূখ।
অপরদিকে সন্ধ্যায় থানা পুলিশের আয়োজনে শ্রীফলতলা ইউনিয়ন পরিষদে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইসহাক সরদার, স্বতন্ত্র প্রার্থী মোল্লা দেলোয়ার হোসেন দিলু।