ওয়ার্ড মেম্বর প্রার্থী গফুর খান, ফজলু, মাসুম, মহিদুল ও রুমিছার গণসংযোগ

এম এ আজিম, (খুলনা):
খুলনার রপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইলাইপুর ৮নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আঃ গফুর খান তার (মোরগ প্রতীক) নিয়ে শনিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগের মধ্যে দিয়ে ওয়ার্ডের বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছে। এ-সময় উপস্থিত ছিলেন, যথাক্রমে-আরাফাত আলী ফকির, শাহাজান মাস্টার, আলী আকবর শেখ, সলেমান শেখ, শাহাদাত আকঞ্জী, ইদ্রিস খান, ইস্রাইল খান, হাফিজুর রহমান শেখ, আফজাল শেখ, মুক্তার শেখ, হাকিম শেখ, উজ্জল পাল, নিত্ত পাল, অলক পাল, রনজিত বিশ্বাস, অচিন্ত পাল, আশরাফ শেখ, তানসেন শেখ, নিজাম শেখ, মারুফ খান, শাহরিয়ার মানিক, টুটুল শেখ, সিরাজুল ইসলাম, খায়রুল হাওলাদার, মনিরুজ্জমান, মুনসুর আলী বেপারী, সলেমান শেখ, হাবিবুল্লাহ শেখ, এনায়েত শেখ, মনিরুজ্জমান হাওলাদার, মামুন শেখ, সেলিম মোল্লা, তৌহিদ মোল্লা, রাসেল শেখ, বায়জিদ শেখ, আব্দুল আজিজ, আমির আলী, সেলিম হাওলাদার, কামরুল হাওলাদার, হায়দার আলী শেখ, সুলতান খান, রেকসোনা বেগম, রেখা, আরজিনা বেগম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ফজলু হাওলাদার: এদিকে নৈহাটী ইউনিয়নে রামনগর, রহিমনগর ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. ফজলু হাওলাদার তার (ভ্যানগাড়ি) প্রতীক নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং বাড়ি বাড়ি গিয়ে ব্যাপক গণসংযোগ বের করেছে।
শেখ মহিদুল ইসলাম: অপরদিকে একই ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী শেখ মহিদুল ইসলাম তার (মোরগ প্রতীক) নিয়ে এলাকায় গণসংযোগ করেছে। এ-সময় উপস্থিত ছিলেন, যথাক্রমে-আমির আলী শেখ, শামসুর রহমান খান, ইয়াসিন শেখ, লাল মিয়া, ইব্রাহিম শেখ খোকা, মো. সামাদ শেখ, মো. জয়নাল শেখ, ইকরামুল ইসলাম, লুৎফর সরদার, সাইদুর রহমান সগীর, রবিউল ইসলাম খান, মহারাজ খান, শহিদুল ইসলাম খান, সোহরাব শেখ, রফিক শেখ, নাসির শেখ, তাসির শেখ, সেলিম বেপারী, মনির হোসেন (ভোলা), জাহাঙ্গীর ড্রাইভার, সোহেল শেখ, জাহাঙ্গীর হাওলাদার, আলম বিশ্বাস, বাবুল খান, ইদ্রিস মোল্লা, হায়দার আলী খান, খোদা বক্স মোড়ল, সরদার শহিদুল ইসলাম, রুবেল মোল্লা, মুজিবুর রহমান, সোহাগ শেখ, দুলাল হোসেন, বিল্লাল হোসেন, কালাম শেখ, রনি শেখ, নুর ইসলাম (নূরু), জাহাঙ্গীর বিশ্বাস, ওমর আলী শেখ সহ বিভিন্ন সর্বশ্রেণী পেশার মানুষ।
মো. মাসুম সরদার: এদিকে নৈহাটী ইউনিয়নে রামনগর, রহিমনগর ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. মাসুম সরদার তার (সিলিং ফ্যান) প্রতীক নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং বাড়ি বাড়ি সাধারণ মানুষের কাছে গিয়ে ব্যাপক গণসংযোগ বের করেছে
রুমিছা বেগম: ১, ২ ও ৩নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী রুমিছা বেগম (রুমি) তার (তালগাছ প্রতীক) নিয়ে দিনব্যাপী গণসংযোগ বের করেছেন। এ-সময় উপস্থিত ছিলেন, মো. সিদ্দিক শেখ, আইয়ুব আলী, ইকবাল শেখ, মোস্তফা শেখ, আলমগীর, দুলাল, আবুল খায়ের, আকবর শেখ, আজিজুল শেখ, মো. কছি, মোজাম মোল্লা, ছাত্তার শেখ, রসুল মোল্লা, সাজেম মোল্লা, গোলাম রব্বানী, রবিউল শেখ, মো. সাজ্জাদ মোল্লা, শেখ সোহাগ,লিটু শেখ, সুমন হাওলাদার, মো. রনি শেখ, আরিফুর ইসলাম ডালিম, মো. মোকছেদ আলী, শহিদুল ইসলাম, শেখ, সুরুজ, রাশেদুল, তরিকুল ইসলাম, ফয়সাল শেখ, পান্না, লিটন, আম্বিয়া বেগম, রজিনা বেগম, মাহমুদা, ফজিলা, সালমা, রিনা, নাদিরা, সালমা সুলতানা, অজুফা, ফরিদা, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।