ঢাকা জেলা পরিষদের অর্থায়নে দোহারে ১০ টি প্রকল্প উদ্বোধন

নাজনীন শিকদার (দোহার-নবাবগঞ্জ) :
ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ১০ টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুর রহমান। শনিবার সকালে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর, নারিশা ও সুতারপাড়া ইউনিয়নসহ আরও বেশ কয়েকটি স্থানে দারিদ্র দূরীকরণ ক্লাব, মসজিদ মাদ্রাসার ভবন, বাউন্ডারীওয়াল ও আরসিসি রাস্তাসহ মোট ৬ কোটি ৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে মো. মাহাবুবুর রহমান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। প্রকল্প বাস্তবায়নের ফলে এই অ লের জনগোষ্ঠীর ব্যাপক অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে সততা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. এআর খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবউদ্দিন, হাবিবুর রহমান, কাওসার খালাসি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারীসহ আরও অনেকে।