তারেক আজিজের নির্বাচনী উঠান বৈঠক ও প্রার্থীদের গণসংযোগ

এম এ আজিম, (খুলনা):
খুলনার রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা চর-রূপসা ২নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. তারেক আজিজ তার (টিউবওয়েল প্রতীক) এর পক্ষে শনিবার বিকেল সাড়ে ৪ টায় ওয়ার্ডের পূর্ব রূপসার বাগমারা আদর্শ মহল্লার নান্না'র বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শহিদুল ইসলাম সুমন (মেঝ ভাই)। উঠান বৈঠক অনুষ্ঠানে মো. শের আলীর সভাপতিত্বে ও মো. নান্না শেখের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শেখ, ব্যবসায়ী মো. ইউসুফ সরদার। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রনজিদা বেগম, রজিনা বেগম, মো. ইসমাইল হোসেন, মো. রেজাউল শেখ, মো. সাইফুল শেখ, মো. মোশাররফ হোসেন, মো. জিয়া খন্দকার, কামরুল, মো. শামিম, রাজন, নাঈম, জুয়েল, ইস্রাইল, মিঠুন, জুম্মান শেখ, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি, কাউসার আনসারী, নেয়ামত, শাওন, মোস্তাক খন্দকার, আমেনা বেগম, ডলি বেগম, সাথি বেগম, লেগজান বেগম, রেশমা বেগম, আসমা বেগম, মিতু, জোসনা বেগম, পারভীন, সপ্না, শিরিনা, ফরিদা, রিনা বেগম, পিয়া, চান্দু, অপু, দিলিপ, আলামিন, ইমাম, বাবু শেখ, সোহাগ প্রমুখ।
আলমগীর হোসেন শ্রাবণ: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের নৈহাটী ৭নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. আলমগীর হোসেন শ্রাবণ তার (মোরগ প্রতীক) নিয়ে শনিবার দিনব্যাপী গণসংযোগ বের হয়।
মো. মাসুম সরদার: এদিকে নৈহাটী ইউনিয়নে রামনগর, রহিমনগর ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. মাসুম সরদার তার (সিলিং ফ্যান) প্রতীক নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং বাড়ি বাড়ি সাধারণ মানুষের কাছে গিয়ে ব্যাপক গণসংযোগ বের করেছে।
ফজলু হাওলাদার: একইদিনে নৈহাটী ইউনিয়নে রামনগর, রহিমনগর ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. ফজলু হাওলাদার তার (ভ্যানগাড়ি) প্রতীক নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও অলিগলিতে এবং বাড়ি বাড়ি সাধারণ মানুষের কাছে গিয়ে ব্যাপক গণসংযোগ বের করেছে।