সালথায় ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (সালথা ,ফরিদপুর):

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা  অনুষ্ঠিত হয়।

এর আগে একটি র‍্যালী বের হয়ে উপজেলা প্রদক্ষিন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, উপজেলা মহিলা সমবায় সমিতির সভাপতি চৌধুরী হোসনেয়ারা মাতু, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমিতির সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিস সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম।