রূপসা উপজেলা চেয়ারম্যান বাদশার ভাইয়ের দাফন সম্পন্ন

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ


মোঃ মোশারেফ হোসেন (রূপসা, খুলনা) :

রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান  কামাল উদ্দীন বাদশার ছোট ভাই আ: কুদ্দুস সরদার(৫৫) চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ অক্টোবর ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ---""রাজিউন)।তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।  বৃহস্পতিবার মাগরিব বাদ তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । সরকারী বেসরকারী ও বিভিন্ন দলের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও তার সহধর্মিণী মিসেস সারমিন সালাম। এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম ও যুবলীগ নেতা  এমপির চীফ কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি।তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ জোবায়ের, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রুপসা থানা অফিসার ইনচার্জ সর্দার মোশাররফ হোসেন,সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন,খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গির শেখ, কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, খান শাহজাহান কবির প্যারিস, এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমান রিচি,আওয়ামী লীগ নেতা মোস্তফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস,সরদার মিজানুর রহমান, রবিউল ইসলাম ফকির, সরদার আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, আলহাজ্ব জাফর মোল্লা, বাদশা মিয়া,আওরঙ্গজেব স্বর্ণ প্রমূখ।