রাজশাহীতে বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ, আটক ১

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০১:০২ পূর্বাহ্ন   |   সারাদেশ



হাবিল উদ্দিন ( রাজশাহী  ) : রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার(৪নভেম্বর)রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম জুবায়ের রাবু (১৭)। সে রাজশাহীর দূর্গাপুর বাজারের আজাহার আলীর পুত্র। 

ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়,ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে জুবায়ের  তাকে একাধিক বার ধর্ষন করে। সর্বশেষ গতকাল মেয়ে তার বোনের বাড়ি বেলপুকুর এলাকার জামিরা গ্রামে বেড়াতে আসলে জুবায়েরও সেখানে আসে। পরে অনৈতিক সম্পর্ক করার সময় তার আত্মীয় স্বজনরা ধরে  ফেলে এবং ওই শিক্ষার্থীকে বিয়ে করার প্রস্তাব দিলে জুবায়ের তাকে বিয়ে করতে অস্বীকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,  এ বিষয়ে ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে  থানায় একটি মামলা দায়েরর পর  ছেলেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।