দোহারে প্রকাশ্যে জুয়া খেলায় ৪ জুয়াড়ি আটক

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৯:১৪ অপরাহ্ন   |   সারাদেশ


নাজনীন শিকদার (দোহার-নবাবগঞ্জ) : 
ঢাকার দোহার উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতে নাতে ৪ জুয়াড়িকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ নভেম্বর) রাতে উপজেলার মুকসুদপুর শাইনপুকুর এলাকায় একটি মাজার কেন্দ্রিক মেলা থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ (নাঈম) ৫ হাজার টাকা করে অর্থদ- প্রদান করেন। পরে জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান চার জুয়াড়ি।
এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ (নাঈম)। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।