বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম এর বাড়িতে প্রবেশের রাস্তা আটকে দেয়া হয়েছে: অনেক অভিযোগ করার পরেও কোন প্রতিকার মিলছে না

এরশাদ আলম ( গাইবান্ধা) : গাইবান্ধার ডেভিড কোম্পানী পাড়া দূধর্ষ প্রকৃতির মা ও মেয়ে দুই মহিলা কর্তৃক বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দীর্ঘদিন হতে বাড়ি প্রবেশের রাস্তা নিয়ে জিম্মি হয়ে পড়েছেন ॥ অনেক শালিস দরবার ও অভিযোগ করার পরেও কোন প্রতিকার পাচ্ছেন না।
প্রকাশ, গাইবান্ধা শহরের ০১নং ওয়ার্ড ডেভিড কোম্পানীপাড়া বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম দীর্ঘ ৮/৯ বছর হতে বাড়ি প্রবেশের রাস্তা নিয়ে জিম্মি হয়ে পড়ে আছেন। এব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়েরী, অভিযোগ, পৌরসভায় ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত কয়েকটি অভিযোগ দায়ের করার পরও কোন প্রতিকার না পাওয়ার ফলে বীর মুক্তিযোদ্ধা হয়েও অসহায়ের মত নিজ বাড়ীতে অতিব কষ্ট যন্ত্রণা অ¯্রাব্য ভাষা কাধে নিয়ে দেয়াল ঘেষে কখনও অন্যের বাড়ির মধ্য দিয়ে বাড়িতে যাতায়াত করতে হচ্ছে। পাশ^বর্তী ঐ দূধর্ষ প্রকৃতির মহিলা সেমি বেগম ও ফোলরা বেগমের গর্জন ও হুমকিতে জিম্মি হয়ে পড়েছেন। বর্তমানে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের পক্ষ থেকে এই দূধর্ষ দুই মহিলার কবল হতে রক্ষা পাওয়ার আশায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আশুহস্তক্ষেপ কামনা করছেন।