তাড়াশে জেল হত্যা দিবস পালিত

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোঃ সুলতান মাহমুদ (তাড়াশ) :
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার ঐতিহাসিক ৩রা নভেম্বর জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় শহীদ পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ খন্দকার, নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা খাতুন, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ বিএ, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্ত, তালিম ইউপি চেয়ারম্যান আব্বাসুজ্জামান আব্বাস, মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মাসুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন তাড়াশ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান।