মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০১:২৭ পূর্বাহ্ন   |   সারাদেশ


 

হ্যাপী করিম (মহেশখালী) : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০২ নভেম্বর সকাল ১১ ঘটিকার সময় হাসপাতালের অডিটরিয়ামের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেছেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের নিয়ে ব্যবসার মনোভাব ছেড়ে দিয়ে তাদের প্রতি ভাল ব্যবহার করে সঠিক সেবা দিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিক যুগোপযোগী করে তুলেছেন। আমি তার উন্নয়নের ধারাবাহিকতায় কক্সবাজার-২ আসনের প্রতিটা সেক্টরে উন্নয়ন করে যাচ্ছি।
 
তিনি আরো বলেন, ডাক্তারি পেশা হচ্ছে মহান পেশা। আপনারা এই মহান পেশাকে অর্থের লোভে কুলশিত করবেন না। আপনাদের সুযোগ-সুবিধা সরকার নিয়মিতভাবে দিচ্ছে। তার পরেও কেন এই সরকারি হাসপাতলে যোগদান করে রোগীদের প্রতি অবহেলা করেন। মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হলেও এখানে প্রতিনিয়ত শতাধিক রোগী চিকিৎসা নিয়ে থাকে। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে এই হাসপাতালকে ১০০ শয্যা করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি... মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন, মহেশখালী হাসপাতালটিতে ডাক্তার সংকটসহ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ বেশকিছু ধরে অকেজো হয়ে রয়েছে। হাসপাতালটি সড়কের পাশে হওয়ায় এখানে দুর্ঘটনাকবলিত রোগীর ভিড় থাকে। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে এসব সংকট দুর করে দেন তবে চিকিৎসা নিতে আসা রোগীরা উপকৃত হবে।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন...মহেশখালী উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাই, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, সাবেক মহেশখালী  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধারী, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশার পারভেজ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন.আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিব শেখর ভট্টচার্য্য, মেডিকেল অফিসার আরিফুল ইসলামসহ চিকিৎসক কর্মকর্তাবৃন্দ, নার্স, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে আশেক উল্লাহ রফিক এমপি হাসপাতালে ভর্তি রোগীদের খোজ খবর নেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।