ফরিদপুরে কারান্তরীণ থেকেও বিজয়ী হওয়া কাউন্সিলর মান্নান মুক্তি পেলেন

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২১, ০৪:৩০ পূর্বাহ্ন   |   সারাদেশ



নাজিম বকাউল (ফরিদপুর) : 

কারান্তরীণ থাকার পরও ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে আলোচনায় আসা স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মোল্লা মুক্তি পেয়েছেন। সোমবার সকালে আদালতের নির্দেশে তিনি ফরিদপুর কারাগার থেকে মুক্তি পেলে সতীর্থ রাজনীতিক ও স্বজনেরা ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি নিজ নির্বাচনী এলাকায় যান।
উল্লেখ্য, গত জানুয়ারী মাসের প্রথম দিকে তিনি একটি চেক ডিজঅনার মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। এরপর থেকে তিনি কারান্তরীণ ছিলেন। #