রূপসা টিএসবিতে যুবলীগের উদ্যোগে নৌকা প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত

মোঃ মোশারেফ হোসেন ( রূপসা) : রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা যুবলীগের উদ্যোগে টিএসবি ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান সফল চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখের নৌকা প্রতীকের গণসংযোগ অনুষ্ঠিত হয়। আজ ১ নভেম্বর বিকাল ৪টায় টিএসবি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ,পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী ( রাহুল), চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর শেখ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক এবিএম কামরুজ্জামান, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ও এমপি আব্দুস সালাম মূর্শেদী প্রধান সমন্বয়ক মোঃ নোমান ওসমানী রিচি, সুব্রত বাগচী,মোঃ রবিউল ইসলাম, সরদার জসিম উদ্দীন, টিএসবি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল মজিদ শেখ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ কবির টিংকু,উপজেলা যুবলীগের সদস্য আরাফাত হোসেন সাকিব, শফিকুর রহমান ইমন,খাইরুজ্জামান সজল, মোঃ জাহিদ শেখ, আজিম আনাম,জাহিদ খান, হারুন-অর-রশিদ, সোহেল শেখ,মোঃ জাহিদুল ইসলাম, সরদার তরিকুল ইসলাম, রাজুু আহম্মেদ, মোঃ হানিফ, আলামিন, কৃষ্ণ,মুরাদ, সবুজ, ফারুক প্রমুখ। এ সময় লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে ভোট চাওয়া হয়।