শ্রীমঙ্গলে নতুন বাজার এলাকার বোডিং থেকে মহিলার লাশ উদ্ধার

এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন বাজার এলাকার একটি বোডিং থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। উদ্ধারকৃত মহিলার নাম মনোয়ারা বেগম (৪০)।
রোববার ( ৩১ অক্টোবর ) বিকেল ৪টার দিকে শহরের নতুন বাজার এলাকার লেবুবাজার সংলগ্ন টু-স্টার আবাসিক হোটেল এর ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে টু-স্টার হোটেল এর ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, এই নারী আমাদের হোটেল এর নিচে নতুন বাজারে লেবু, নাগা মরিচ ইত্যাদি বেচাকেনা করতো। আমাদের হোটেলে-এ মাঝে মধ্যে পরিস্কার পরিছন্নতার কাজও করতো। আজ বিকেলের দিকে হঠাৎ করে আমরা হোটেল এর ৩য় তলার বাথরুমে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেই।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ূন কবির জানান, রবিবার ( ৩১ অক্টোবর ) বিকেলে সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে শ্রীমঙ্গল নতুনবাজারস্থ টু স্টার বোডিং এর একটি কক্ষ থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি জানান, মহিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই বোডিং এর ম্যানেজার ও কয়েকজন বর্ডারকে থানায় নিয়ে এসেছেন। এবং উদ্ধারকৃত মনোয়ারা শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় মৃত নুর মিয়ার স্ত্রী। তিনি নতুন বাজার এলাকায় পরিচ্ছন্নতা কর্মী এবং মাঝেমধ্যে বাজারে লেবু বিক্রি করতেন।
শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সি জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে এবং এই ব্যাপারে হত্যা মামলা পক্রিয়াধীন রয়েছে। মনোয়ারা বেগমের শরীরে চারটি আঘাতের চিহ্ন রয়েছে, দা দিয়ে কুপিয়ে সম্ভবত মহিলাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।