আমিনপুরে পালিত হলো কমিনিটিং পুলিশ ডে

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০১:২৬ অপরাহ্ন   |   সারাদেশ




 আলমগীর কবির পল্লব (পাবনা ) :
গতকাল শনিবার সকাল ১১টার দিকে আমিনপুর থানা চত্বরে কমিনিটিং পুলিশ ডে উপলক্ষে এক বর্ণাঢ্য  র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন,আমিনপুর থানার অফিসার ইনচার্জ রওশন আলী এবং প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল হক বাবু । বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন, আমিনপুর থানা  কমিনিটি পুলিশের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, বেড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও আমিনপুর থানা মহিলা কমিনিটি পুলিশের সভাপতি সুশমা রানী সাহা । এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন,  আমিনপুর থানার  ওসি  তদন্ত তানভীর আহাম্মেদ সবুজ ।