ইউপি সদস্য প্রার্থী আলমগীর শ্রাবণের মোরগ প্রতীক নিয়ে মোটরসাইকেল ও ভ্যানের শোভাযাত্রা

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন   |   সারাদেশ




এম এ আজিম, (খুলনা):
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে খুলনা জেলাধীন রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের নৈহাটী ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, করোনা সম্মুখ যোদ্ধা, তারুন্যর অহংকার, গণমানুষের সেবক, অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর আধুনিক ওয়ার্ড গড়ার লক্ষ্যে সদা সচেষ্ট। দীর্ঘ অভিজ্ঞতা ও ওয়ার্ড বাসীর পাশে থেকে সেবা করার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদপ্রার্থী মো. আলমগীর হোসেন শ্রাবণ তার (মোরগ প্রতীক) নিয়ে শুক্রবার বিকেল ৩ টায় এক বিশাল মোটরসাইকেল ও ভ্যানগাড়ি'র শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ওয়ার্ডের হোগল ডাঙ্গা বটতলা থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে এবং অলিগলিতে ভোটারদের মাঝে ভোট প্রার্থনা করার মাধ্যমে নৈহাটী মোড়ে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. শরিফুল ইসলাম, মুসা শেখ, হায়দার আলী, ইসা শেখ, লুৎফর শেখ, রহমান শেখ, আলমগীর হাওলাদার, কুদ্দুস মোল্লা, হাবিবুল্লাহ, হাজী আফসার উদ্দিন, মো. কালাম, মাহমুদুল হাসান শামিম, মোকসেদ, মো. মোসের আলী ফকির, মো. হিরোন, মিরাজুল, মিল্লাতুল রহমান, হাসিবুর রহমান, মো. শফিক, মো. সালাম, মো. মনি, মিজান শেখ, সুনা মাস্টার, বাবু শেখ, মো. মামুন শেখ, মো. সাগর, মো. মাসুম, মো. জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম খোকন, ফিরোজ মাহমুদ, মো. জাহাঙ্গীর, মো. বাবু সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।