ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ০৪:০৬ পূর্বাহ্ন   |   সারাদেশ


এস.এম.পারভেজ (ঝালকাঠি ) : ‘‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’’ শ্লোগানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। 
দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরে একটি বর্নাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা কমিউনিটি পুলিশিং ফোরোমের সভাপতি আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। 
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদার, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে প্রমূখ।  আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ধানসিড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরোমের সহ-সভাপতি মো. নুর হোসনে আকন ও এসআই খোকন হাওলাদারকে শ্রেষ্ঠত্ব পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।