সালথায় বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ২০তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০১:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ



জাকির হোসেন (ফ‌রিদপুর) : ফরিদপুরের সালথা উপজেলায় বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠ‌নের ২০তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। এই উপল‌ক্ষে বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সালথা উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে বুধবার বিকা‌লে উপ‌জেলা মুক্তিযোদ্ধা কম‌প্লে‌ক্স ভব‌নে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। আ‌লোচনা সভা শে‌ষে কেক কাঁটা হয়।

বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মোঃ মাহবুব হো‌সেন এর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সা‌বেক কমান্ডর বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল কালাম আজাদ। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা হারুন অর র‌শিদ হিরু, বীর মু‌ক্তি‌যোদ্ধা ইমাম হো‌সেন, বাংলা‌দেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সালথা উপ‌জেলা শাখার সহ-সাংগঠ‌নিক সম্পাদক মোঃ সোলাইমান, দপ্তর সম্পাদক শ‌ফিকুর রহমান, প্রচার সম্পাদক ফারুক মাতুব্বর প্রমূখ।