বাঘায় ১১৮ বোতল ফেন্সিডিল সহ এক নারী আটক

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০১:৩০ পূর্বাহ্ন   |   সারাদেশ



হাবিলউদ্দিন ( বাঘা, রাজশাহী): রাজশাহীর বাঘায় ১১৮ বোতল ফেন্সিডিলসহ এক নারী আটক।  মঙ্গলবার(২৬অক্টোবর) গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউপির আলাইপুর মহাজনপাড়া এলাকা থেকে অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটককৃত নারী আলাইপুর মহাজনপাড়ার শামসুল ইসলামের স্ত্রী সাগরী বেগম।  থানা সূত্রে জানা যায়,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ  হোসেনের দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে এসআই এম,এ কুদ্দুস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১১৮ বোতল অবৈধ ভারতীয় ফেন্সিডিলসহ সাগরী বেগম(৩৫) নামের এক নারী কে তার নিজ বাড়ী থেকে আটক করে ।এসময় শামসুল ইসলাম(৪৫) ও মনিরূল ইসলাম মনি (৩০) ঘটনাস্থল থেকে সু-কোশলে পালিয়ে যায়।  এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,আটককৃত নারীর নামে মাদক দ্রব‍্য আইনে মামলা রুজু করে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।