শ্রীমঙ্গলে সনাকের উদ্যোগে "চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা" বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস কে দাশ সুমন (শ্রীমঙ্গল) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি ( সনাক ) এর উদ্যোগে "চাই স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা" বিষয়ক উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন ( সনাক ) শ্রীমঙ্গল এর সভাপতি প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক এর স্বাস্থ্য বিষয়ক কমিটির আহবায়ক শাহ আরিফ আলী নাসিম, সহকারি শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক রহিমা বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম, সাংবাদিক ইসমাইল মাহমুদ, রুপম আচার্য্য ও সংস্কৃতিকর্মী দেলোয়ার হোসেন মামুন প্রমূখ।
এসময় টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, সনাক স্বজনের আহ্বায়ক সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন মামুন প্রমূখ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, বিশ্বব্যাপী সৃষ্ট কোভিড ১৯ পরিস্থিতিতে দেশের সকল স্বাস্থ্যখাত অনেকটাই সামাল দিয়েছে, কিন্ত উপজেলা পর্যায়ে লোকবল সংকট এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে রোগীদের সেবাকার্য ব্যাহত হয়েছে। সেই সাথে উপজেলা পর্যায়ে সাস্ব্যসেবার মান উন্নয়ন, আধুনিক পাবলিক টয়লেট স্থাপন, সুপেয় পানির ব্যাবস্থায় গৃহীত পদক্ষেপ গ্রহণ, হাসপাতালে সেবা গ্রহীতাদের জন্য তথ্যসেবা চালু সহ স্বাস্থ্য সেবায় নানাবিধ আধুনিক সুবিধার ব্যাবস্থা গ্রহণের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় উক্ত সভায়।
পরিশেষে সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমণে শ্রীমঙ্গলে করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন ৯০৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১ জন। করোনা টিকার এই পর্যন্ত রেজিষ্ট্রেশন হয়েছে প্রায় ১ লক্ষ ১২ হাজার জন, এবং প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত ৭১ হাজার ৭৮১ জনকে, এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ হাজার ৭৬৪ জনকে। আমাদের সেবা কার্য চলমান রয়েছে কিন্ত আমাদের লোকবল সংকটের কারনে সেবাকার্য কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমরা অনেক কিছুই ইতিমধ্যেই উন্নয়ন করেছি, আশা করছি প্রাপ্তি সাপেক্ষে আমাদের অনান্য সমস্যাগুলোর দ্রুত সংস্কার করা হবে।