সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শফিক মোহাম্মদ রুমন (সিরাজগঞ্জ) : দি এশিয়া ফাউন্ডেশন এর সহযোগিতায় সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র উদ্যেগে অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী দিন সোমবার (২৫ অক্টোবর) সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ নর্থ টাউন রেস্টুরেন্ট হলরুমে – সমাপনি অনু্ষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, সাংবাদিক একটি মহৎ পেশা। সমাজের দর্পণ হয়ে কাজ করবেন । সেক্ষেত্রে সুশীল সমাজ গঠনে সঠিক তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করবেন । এতে সভাপতিত্ব করেন, – এনডিপির কর্মসূচীর পরিচালক মোহাঃ আজাদ ইকবাল, উপ- পরিচালক জুবায়ের জাহান, বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবীন প্রমুখ। গত তিন দিনের পুনরালোচনা করেন ও অনু্ষ্ঠান সঞ্চালনায় ছিলেন , আর টু আই জি প্রকল্পের পিসি নুরুন নাহার চৌধুরী। দ্বিতীয় দিন রোববার – এনডিপি’র রাজশাহী বিভাগের বিভাগীয় ব্যাপস্হাপক (সিইএমবি) “অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইনের উপযোগিতা”মূলবিষয় ভিত্তিক আলোচনার মূখ্য আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, ছাব্বির হোসেন । এতে সভাপতিত্ব করেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু। অনুষ্ঠানটি এনডিপি’র আর টুআইজি প্রকল্পের পিসি নুরুন নাহার চৌধুরী লাকী উপস্থাপনায় কর্মশালায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার পাওয়ার বিষয়টি আইনে বৈধতা নিয়ে ধারাবাহিক তথ্যচিত্র ভিডিও বার্তার মাধ্যমে উপস্থাপন করেন।
গত শনিবার উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। এতে সভাপতিত্ব করেন, এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। প্রশিক্ষণে – অধিকার ও তথ্য অধিকার নিয়ে আলোচনা করেন, আর টুআইজি প্রকল্পের পিও স্বপ্না সেন ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।