চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সি এন্ড এফ কর্মচারী নিহত

জাহেদ কায়সার (চট্টগ্রাম ) : চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো.সেলিম (৬৫) নামের এক সি এন্ড এফ কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার( ২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় জে আর ইর্য়াড এলাকায় একটি কভার্ডভ্যান সেলিম কে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এসময় উপস্থিত সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা কররন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সড়ক দূর্ঘটনায় সেলিমের মৃত্যুর খবর চড়িযে পড়লে বন্দর এলাকায় সি
এন্ড এফ কর্মচারীদের মাঝে শোকর ছায়া নেমে আসে। তার এই আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম বন্দর সি এন্ড এফ কর্মচারী ইউনিয়নের ( সিবিএ) সভাপতি এনায়েত উল্ল্যা খোকন , সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন। এবং নিহত সেলিমের ক্ষতি পুরান সহ অভিযুক্ত ট্রাক চালকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।