ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিল এবং গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন (ফরিদপুর ) :
ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিল এবং গাঁজাসহ মোঃ শামীম হোসেন(৩৪) নামক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। আটককৃত মোঃ শামীম হোসেন কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন চৌড়হাস কুঠিপাড়া সাকিনস্থ মোঃ আতিয়ার রহমান এর ছেলে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর গ্রামস্থ রাজবাড়ী-ফরিদপুর হাইওয়ে এর উপর চেকপোস্ট স্থাপন করে উক্ত মাদক ব্যাবসায়ীকে আটক করে।
এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩৯৬ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স, ১টি সীমকার্ড, ১টি মোবাইল ফোন ও ১ হাজার টাকা জব্দ করা হয়।
ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত এ্যাম্বুলেন্স যোগে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরম্নদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে র্যাব-৮ জানায়।